গ্রহাণু পর্যবেক্ষণে তৈরি হচ্ছে লুসি

author-image
Harmeet
New Update
গ্রহাণু পর্যবেক্ষণে তৈরি হচ্ছে লুসি

​নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন মিশনে মার্কিন স্পেস এজেন্সি নাসার লক্ষ্য হল অ্যাস্টেরয়েড বা গ্রহাণুদের পর্যবেক্ষণ এবং আবিষ্কার করা। মূলত সৌরজগতের একেবারে প্রথমদিকের যুগ কেমন ছিল তা জানার জন্যই এই গ্রহাণু অন্বেষণের পরিকল্পনা করেছে নাসা। ১২ বছর ধরে চলবে এই মিশন বা অভিযান। তার জন্য লঞ্চ হতে চলেছে বিশেষ Asteroid Spacecraft। আর এই Asteroid Spacecraft- এর নাম Lucy। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই টেক অফ করবে বা উড়বে অর্থাৎ উৎক্ষেপণ হবে এই Asteroid Spacecraft Lucy।