নিজস্ব সংবাদদাতাঃ বিমান সংস্থাগুলির আর্থিক অবস্থার আগে থেকেই অবনতি হতে শুরু করেছিল। তারই মধ্যে অতিমারিতে (Pandamic) সেই ক্ষত আরও বড় হয়েছে। লোকসানের মুখে ধুঁকছে একের পর এক সংস্থা। ইতিমধ্যেই ঋণে জর্জরিত এয়ার ইন্ডিয়ার (Air India) মালিকানা সরকারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে ভারতের আকাশে ওড়ার প্রস্তুতি নিচ্ছে আরও এক নয়া সংস্থার বিমান। কেন্দ্রের প্রাথমিক ছাড়পত্র পেল ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার (Rakesh Jhunjhunwala) নয়া সংস্থা আকাসা এয়ার (Akasa Air)। আগামী বছরেই এই সংস্থাক বিমান ওড়ানো হবে বলে জানা যাচ্ছে। বিমানের ভাড়াও হবে অপেক্ষাকৃত কম।