রাহুল পাসোয়ানঃ আসানসোল আপকার গার্ডেন দুর্গাপুজো কমিটির পুজো এবছর ৮২ তম বর্ষে পদার্পন করল। তাঁদের এবারের নিবেদন 'কুমোর পাড়ার গৌরুর গাড়ি'। রবি ঠাকুরের বিভিন্ন কবিতা তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে। আপকার গার্ডেন দুর্গাপুজো কমিটির এবারের পুজোর বাজেট প্রায় আট লক্ষ্য টাকা।