নিজস্ব সংবাদদাতাঃ
মহাষষ্ঠী - তিথি আরম্ভ : ২৩ আশ্বিন/১০ অক্টোবর, রবিবার (ইংরেজি মতে সোমবার)। সময় : রাত ২ টো ১৬ মিনিট। শ্রী শ্রী দেবীর বোধন, আমন্ত্রণ এবং অধিবাস : সন্ধ্যা ৬ টা ২০ মিনিট। তিথি শেষ : ২৪ আশ্বিন/১১ অক্টোবর, সোমবার।
মহাসপ্তমী - তিথি আরম্ভ : ২৪ আশ্বিন/১১ অক্টোবর, সোমবার। সময় : রাত ১১ টা ৫২ মিনিট। শ্রী শ্রী দেবীর মহাসপ্তমীবিহিত পুজো শুরু : ভোর ৫ টা ৩০ মিনিট। তিথি শেষ : ২৫ আশ্বিন/১২ অক্টোবর, মঙ্গলবার।
মহাষ্টমী - তিথি আরম্ভ : ২৫ আশ্বিন/১২ অক্টোবর, মঙ্গলবার। সময় : রাত ৯ টা ৪৯ মিনিট। শ্রী শ্রী দেবীর মহাঅষ্টমীবিহিত পুজো শুরু : ভোর ৫ টা ৩০ মিনিট। সন্ধিপুজো - সন্ধ্যা ৭ টা ৪৪ মিনিট থেকে রাত ৮ টা ৩২ মিনিট পর্যন্ত। বলিদান - রাত ৮ টা ৮ মিনিটে। তিথি শেষ : ২৬ আশ্বিন/১৩ অক্টোবর, বুধবার।
মহানবমী - তিথি আরম্ভ : ২৬ আশ্বিন/১৩ অক্টোবর, বুধবার। সময় : রাত ৮ টা ৯ মিনিট। শ্রী শ্রী দেবীর মহানবমীবিহিত পুজো শুরু : ভোর ৫ টা ৩০ মিনিট। হোম : বেলা ১২ টা ৩০ মিনিট। তিথি শেষ : ২৭ আশ্বিন/১৪ অক্টোবর, বৃহস্পতিবার।
বিজয়া দশমী - তিথি আরম্ভ : ২৭ আশ্বিন/১৩ অক্টোবর, বুধবার। সময় : রাত ৮ টা ৯ মিনিট। শ্রী শ্রী দেবীর দশমীবিহিত পুজো শুরু : ভোর ৫ টা ৩০ মিনিট। তিথি শেষ : ২৭ আশ্বিন/১৪ অক্টোবর, বৃহস্পতিবার।