পোড়া স্থানে বরফ নয়!

author-image
Harmeet
New Update
পোড়া স্থানে বরফ নয়!

​নিজস্ব সংবাদদাতাঃ যেখানে পুড়ে গেছে, সেখানে বরফ ঘষা মাত্র frost bite-এর কারণে স্কিন সেলের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। তাই বরফ নয়, বরং জল দিয়ে ক্ষতস্থানটা ভাল করে ধুয়ে নিয়ে পরিষ্কার সুতির কাপড় দিয়ে জায়গাটা ঢেকে রাখুন। প্রয়োজন মনে করলে একবার চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নিয়ে কোনও অ্যান্টিসেপটিক ক্রিমও লাগাতে পারেন, তাতে ক্ষত তাড়াতাড়ি সেরে যাবে।