মেয়েরা, আপনাদের ছোট খাটো সমস্যা হয়ে উঠতে পারে বড় ইস্যু

author-image
Harmeet
New Update
মেয়েরা, আপনাদের ছোট খাটো সমস্যা হয়ে উঠতে পারে বড় ইস্যু

​নিজস্ব সংবাদদাতাঃ আপনার কি আজকাল খুব ঘুম-ঘুম পায়, সাদা স্রাবের রংয়ে কোনও পরিবর্তন লক্ষ করেছেন কিংবা পিরিয়ডের সময় বেশি রক্তপাত হতে শুরু করেছেন বা মুখে খুব ব্রণ হচ্ছে…আপনার মহিলাসুলভ আপাতদৃষ্টিতে যেগুলো খুবই সাধারণ সমস্যা বলে মনে হচ্ছে, সেগুলো কিন্তু আসলে অন্য কোনও বড় সমস্যার দিকে ইঙ্গিত করছে। কিন্তু আমরা এই ছোট সমস্যাগুলি এড়িয়ে গিয়ে আরও বড় বিপদ ডেকে আনি।