দুর্গাপুজোর আনন্দের বদলে ধসের আতঙ্কে খনি অঞ্চলে

author-image
Harmeet
New Update
দুর্গাপুজোর আনন্দের বদলে ধসের আতঙ্কে খনি অঞ্চলে

হরি ঘোষ,  অন্ডালঃ  বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজা ,আজ দুর্গাপুজোর আনন্দে আনন্দিত আপামর বাঙালি ।  ঠিক সেই সময়ই ধসের আতঙ্কে জিনিসপত্র নিয়ে ঘর ছাড়তে বাধ্য অন্ডালের মুকুন্দপুর সাত নম্বর কোলিয়ারি এলাকার বাসিন্দারা ।

ধস হয়ে একাধিক আবাসনে ফাটল ধরার ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায় । বড় দুর্ঘটনা এড়াতে অন্যত্র সরানো হল আবাসিকদের । মুকুন্দপুর ৭ নম্বর কোলিয়ারি আবাসন এলাকায় রবিবার ঘটনাটি ঘটে ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ইসিএলের কাজোরা এরিয়ার মুকুন্দপুর ৭ নম্বর কোলিয়ারি আবাসন এলাকায় কয়েকটি জায়গায় ধসের ফলে মাটি বসে যায় । বেশ কয়েকটি আবাসনে দেখা দেয় ফাটল । রবিবার ভোর রাতে ঘটনাটি বড় আকার নেয় । একাধিক আবাসনের দেওয়াল, ছাদ ফেটে যায় । যা নিয়ে আতঙ্ক ছড়ায় আবাসিকদের মধ্যে । রবিবার সকালে ঘটনাস্থলে আসে ইসিএলের আধিকারিক ও নিরাপত্তারক্ষীরা । আবাসিকদের দ্রুত আবাসন খালি করার অনুরোধ জানান তারা । প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এলাকা ছাড়তে হুড়োহুড়ি পড়ে যায় আবাসিকদের মধ্যে । স্থানীয়রা জানান ইসিএলের এই আবাসন গুলি পরিতক্ত । আর্জি জানিয়েও বিকল্প আবাসন না পাওয়ার কারণে বাধ্য হয়ে বেশ কয়েকটি খনি কর্মীর পরিবার ও কিছু বহিরাগতরা আবাসন গুলিতে থাকেন । ইসিএল কর্মী আবাসিক-রা জানান কোয়াটার গুলি বিপদজনক অবস্থায় রয়েছে।