নিজস্ব সংবাদদাতাঃ সংক্রমণ রুখতে রাতের কড়াকড়ি পঞ্চমী থেকে শিথিল করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তবে তৃতীয়ার রাত থেকেই বিধি উড়িয়ে মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল নেমেছে। কোথাও ভিড়ের চাপে ব্যারিকেড ভাঙার উপক্রম, কোথাও রাতের ভিড় সামলাতে হিমশিম খাওয়া পুজোকর্তা এবং পুলিশকে আলো নেভানোর সিদ্ধান্ত নিতে হচ্ছে। যদিও সাধারণ মানুষের অসচেতনতা, না কি পুলিশ-প্রশাসনের কড়াকড়ির অভাব— কী কারণে এই পরিস্থিতি, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।