জুতো বিতর্ক, নবান্নে ৪ পাতার অভিযোগ পত্র আইনজীবী অনুপ দাসগুপ্তের

author-image
Harmeet
New Update
জুতো বিতর্ক, নবান্নে ৪ পাতার অভিযোগ পত্র আইনজীবী অনুপ দাসগুপ্তের



নিজস্ব সংবাদদাতাঃ দমদম পার্ক ভারত চক্র পুজো কমিটির এবারের পুজোর থিম ‘ধান দেব না, মান দেব না’। সেখানে প্যান্ডেলের একটি অংশ সাজানো হয়েছে জুতো দিয়ে। আর এতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। ইতিমধ্যেই রাজ্য বিজেপি এই ইস্যুকে সামনে রেখে একাধিক অভিযোগ আনছেন পুজো কমিটির বিরুদ্ধে। এবারে নবান্ন তথা কলকাতার বিভিন্ন পুলিশ স্টেশনে ৪ পাতার অভিযোগ পত্র জমা দিলেন আইনজীবী অনুপ দাসগুপ্ত। ৪ পাতার এই অভিযোগ পত্রে মনে করিয়ে দেওয়া হয়েছে দুর্গাপুজোর কিছু ইতিহাস। এই পত্রে জানানো হয় জুতো সবসময় উপাসনার স্থান থেকে দূরে রাখা হয়। কারণ এটি অপবিত্র। কিন্তু দমদম পার্ক ভারত চক্র পুজো কমিটি জুতো দিয়েই তাঁদের মণ্ডপ সাজিয়েছে। এর তীব্র সমালোচনা করা হয় অভিযোগ পত্রে। ক্লাবের সম্পাদক প্রতীক চৌধুরী জানান, 'সন্ন্যাসী আন্দোলন, তেভাগা, কৃষক আন্দোলন তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে। কৃষক আন্দোলনকে একটা জায়গায় বোঝাতে প্রতীকী ভাবে জুতোর ব্যবহার করা হয়েছে। তবে সেটা মূল মণ্ডপ থেকে দূরে। সবটাকে নিয়ে মিছিমিছি বিতর্ক তৈরি করা হচ্ছে'।