নিজস্ব সংবাদদাতাঃ দমদম পার্কের ভারতচক্র পুজো কমিটি।এবারে সেখানকার পুজোর থিম, ‘ধান দেব না, মান দেব না।’ মণ্ডপ সজ্জায় তুলে ধরা হয়েছে কৃষক আন্দোলনের নানা দিক। আর তাই নিয়ে শুরু হল তীব্র রাজনৈতিক চাপানউতোর। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আদালতের দ্বারস্থ হলেন পৃথ্বীবিজয় দাস নামে আইনজীবী। অন্যদিকে সংশ্লিষ্ট পুজো কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আবেদন জানালেন শুভেন্দু অধিকারী, অমিত মালব্যরা। তাঁদের অভিযোগ, জুতো দিয়ে মণ্ডপ সাজিয়ে ন্যক্কারজনক আচরণ করেছে দমদম পার্কের ওই পুজো কমিটি। হিন্দুদের অপমান করা হয়েছে।