নিজস্ব সংবাদদাতা: পুজো এসে গেছে। সকলেই চায় একটু নিজেকে ছিমছাম রাখতে। একটু ফেসিয়াল বা মেনিকিউর, পেডিকিউর করাই যেতে পারে। কিন্তু কাজের চাপে তা কিছুতেই হয়ে উঠছে না। তবে ঘরোয়া উপায়েই করা যাবে ফেসিয়াল বা
পেডিকিউর। কিভাবে?
ফেসপ্যাক: প্রথমে ওটস গুঁড়ো করে নিন। এবার ওর সঙ্গে মধু, দুধ, হলুদ বাটা, চিনি, কফি আর লেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার তা ভালো করে মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। খুব বেশি কিন্তু ঘষবেন না।
বাড়িতে পেডিকিউর: প্রথমে নোখ কেটে ফেলুন। নেলকাটার ছাড়া অন্য কিছু কিন্তু ব্যবহার করবেন না। এরপর পুরনো নেলপলিশ তুলে ফেলুন। নখের কোণা ঠিক করে কেটে পরিষ্কার করে নিন।
এরপর একটা বড় গামলায় গরম জল করে নিন। এবার ওর মধ্যে বাজার জলতি বাথ সল্ট বা পেডিকিওরের সল্ট দিন। ওর মধ্যে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েলও দিতে পারেন। এবার পায়ে মাইল্ড লিক্যুইড সোপ লাগিয়ে নিয়ে গরম জলে ২০ মিনিট ভিজিয়ে রাখুন।
পা পরিষ্কার করার ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিন। পিউবিক স্টোন দিয়ে গোড়ালির অংশ ঘষুন। আবার গরম জলে পা ভিজিয়ে নিয়ে তোয়ালে দিয়ে শুকনো করে মুছে নিন।
এবার পায়ের উপরের পাতায় ভালো করে স্ক্রাব লাগান। রেডিমেড বা বাড়িতেও বানিয়ে নিতে পারেন স্ক্রাব। কি কি লাগবে? বেসন, চালগুঁড়ি, মধু, লেবুর রস, মসুর ডাল বাটা মিশিয়ে একসঙ্গে লাগিয়ে নিন। কিংবা চিনি, টমেটো, লেবুর রস একসঙ্গে মিশিয়ে লাগান। ১৫ মিনিট রাখুন। এরপর ধুয়ে দিন।