নিজস্ব সংবাদদাতাঃ অনেক পুরুষ সঙ্গীই আছেন যারা নিজের সঙ্গীনির জি স্পট খুঁজে পান না। এই নিয়ে অনেক দম্পতির মধ্যেই ঝগড়া হয়। তাহলে উপায় কী? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইউরেথ্রা এবং যোনীর ছিদ্রের মাঝামাঝি অংশে সেন্ডউইচের মতো ভাঁজ করা দেখতে অঙ্গটি হচ্ছে ইউরেথ্রাল স্পঞ্জ। নারীর উত্তেজনার সময় জি-স্পট এর অবস্থান সম্পর্কে জানা খুব সোজা। তাই আপনি যদি একা থাকেন তাহলে যৌন ফ্যান্টাসীর মাধ্যমে নিজেকে উত্তেজিত করে নিন। লক্ষ্য করুন যৌনি যেন কামরসে ভিজে যায় এবং যৌনাঙ্গ উত্তপ্ত হয়। কারন উত্তেজিত অবস্থায় জি-স্পট সাধারনের তুলনায় বেশি সংবেদনশীল হয়ে উঠে।