বাইকের সাইলেন্সারে বিকট শব্দ সৃষ্টি করলেই আটক

author-image
New Update
বাইকের সাইলেন্সারে বিকট শব্দ সৃষ্টি করলেই আটক

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মোটরবাইকের সাইলেন্সারের শব্দে অতিষ্ঠ মানুষজন। মোটর বাইকেই এই বিকট শব্দ সৃষ্টি হচ্ছে বেশি। সেই সমস্ত বাইক আটক করতে অভিযান চালালো কোতয়ালী থানার পুলিশ। সোমবার মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেশকিছু বাইকের সাইলেন্সার বাজেয়াপ্ত করে পুলিশ। যুবকদের মোটর সাইকেলের নানারকম কসরতে শহরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। গাড়ির সাইলেন্সার পাইপ খুলে রেখে বিকট শব্দ তুলে শহরময় দাপিয়ে বেড়াচ্ছেন তারা। আবার কেউ কেউ গাড়িতে ডিজিটাল হর্ন লাগিয়ে নানা শব্দ বাজিয়ে চলছে। রাস্তায় চলন্ত গাড়ির ঠিক পেছনে পৌঁছেই এমন সব বিকট শব্দ-ছড়ানোয় সামনের গাড়ির চালককে হঠাৎ তটস্থ করে দিচ্ছেন তারা। জানা গিয়েছে গাড়ির ব্রেকের সঙ্গে সংযোজন হয়েছে এক ধরণের ব্রেক সাউন্ডও। হঠাৎ বেজে উঠলে আঁতকে উঠেন মানুষজন, অন্য গাড়ির চালকরাও হকচকিত হয়ে উঠেন মুহূর্তেই। এই সমস্ত বাইকগুলির বিরুদ্ধে পুলিশের কাছে নানা অভিযোগ ছিল বলে পুলিশ সূত্রে খবর। তারপরই শুরু হয় অভিযান। নিয়মিত এই অভিযান চলার পাশাপাশি আইনত ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ জানিয়েছে।





আরও খবরঃ https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=3522/  https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=3510
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm