পুজো শুরুর আগেই ভিড় দেখে চিন্তায় স্বাস্থ্য দফতর, জারি নতুন নির্দেশিকা

author-image
Harmeet
New Update
পুজো শুরুর আগেই ভিড় দেখে চিন্তায় স্বাস্থ্য দফতর, জারি নতুন নির্দেশিকা


নিজস্ব সংবাদদাতাঃ পুজো পুরোপুরি শুরু হওয়ার আগেই কলকাতার রাস্তায় যে ভাবে মানুষের ভিড় দেখা যাচ্ছে, তাতে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে বলেই উদ্বেগ বাড়ছে প্রশাসনের। নবান্নের তরফে আগেই বিশেষ নির্দেশ দেওয়া হয়েছিল। এবার নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। শারদীয় উৎসব উদযাপনে রাশ টানা জরুরি বলে উল্লেখ করল স্বাস্থ্য ভবন। শুক্রবার স্বাস্থ্য দফতরের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে দল বেঁধে সিঁদুরখেলা থেকে বিরত থাকাই ভাল। কোনও জমায়েত বা শোভাযাত্রা করা উচিত নয় বলেও উল্লেখ করা হয়েছে। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের জন্য সতর্ক করার পাশাপাশি বলা হয়েছে যাতে শিশু, বৃদ্ধ বা গর্ভবতী মহিলারা বিষয়টি এড়িয়ে চলে।