দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ ঘটস্থাপন পূর্ব মিটতেই বড় দেবীর পূজার 'দেউদেখা'র তোড়জোড় শুরু হলো। শুক্রবার প্রতিপদ তিথিতে নির্ঘণ্ট ও মেনে বড় দেবীর ঘট স্থাপন পুজো হয়। দেবোত্তর সূত্রে জানা গিয়েছে রাজ আমলের রীতি মেনে কোশাকুশি রাখা জলে বড় দেবীর মুখমন্ডলের প্রতিচ্ছবি দেখেন বোর্ডের সভাপতি তথা জেলাশাসক পবন কাদিয়ান ও দুয়ার বক্সী। দেবীর প্রতিচ্ছবি দেখার এই বিশেষ পর্ব 'দেউদেখা' বলে পরিচিত।
দেবোত্তর ট্রাস্ট বোর্ড সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের রাজা আমলের ঐতিহ্যবাহী বড় দেবীর পুজো প্রায় ৫০০ বছরের প্রাচীন। প্রচলিত দুর্গা প্রতিমার চেয়ে বড় দেবীর মূর্তি খানিকটা ভিন্ন। কথিত রয়েছে মহারাজার সপ্নেদেখা দেবী রূপ প্রতিমা উঠে এসেছে। দেবী রক্তবর্ণ। দেবীর বাহন বাঘ ও সিংহ। পূজা উপলক্ষে পাঠা, মহিষ, পায়রা, মাগুর মাছ বলি দেওয়া হয়। অষ্টমীর রাখতে গুপ্ত পুজোয় আঙ্গুল চিরে রক্ত দেন শিবেন রায়। আজও পুজো দেখতে মন্দিরে ভিড় জমান ভক্তরা।