এখনও এই বাড়িতে ব্রিটিশরূপী অসুরকে দমন করেন দুর্গা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এখনও এই বাড়িতে ব্রিটিশরূপী অসুরকে দমন করেন দুর্গা



নিজস্ব সংবাদদাতাঃ ভবানীপুরের দে বাড়ির পুজো এই বছরে ১৫২বছরে পদার্পণ করল। এই বাড়ির কর্তা রামলাল দে সপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেন। এই পুজোর অন্যতম আকর্ষণ হল এই বাড়ির প্রতিমা ব্রিটিশরূপী অসুর বধ করেন। দুর্গার পায়ের তলায় শায়িত অসুরের পরনে ইংরেজ আমলের কোট প্যান্ট, পায়ে ইংরেজ আমলের জুতো। অসুরের মাথার চুল ও গোঁফ খয়েরি রঙের।