দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ দিনহাটা উপ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপস্থিতিতে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী অশোক মন্ডল। এক প্রকার লোক শূন্য অবস্থায় ছোট মিছিল করে এসে মনোনয়ন জমা দেন তিনি। মিছিল নিয়ে আসার সময় তৃণমূলের তরফ থেকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তৎক্ষণাৎ দিনহাটা মহকুমা থানার পুলিশ দায়িত্ব সহকারে পরিস্থিতির মোকাবেলা করে। প্রসঙ্গত দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদে মাত্র ৫৭ ভোটে জয়লাভ করেছিলেন নিশীথ প্রামানিক। কিন্তু তিনি বিধায়ক পদ থেকে প্রত্যাহার করে নেওয়ার পরেই পুনরায় উপ নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে দিনহাটায়। সাধারণ নির্বাচনে মানুষ তাকে ভোট দিয়েছিল কিন্তু তিনি সেই পদ ধরে রাখেননি। উপ নির্বাচনে বিজেপির ক্ষেত্রে এটাই সবথেকে বড় প্রতিবন্ধকতা হয়ে উঠবে বলে দাবি করছে রাজনৈতিক মহল।