নিজস্ব সংবাদদাতাঃ নিয়মিত দাঁত ব্রাশ ও ফ্লসের পাশাপাশি মাউথওয়াশের ব্যবহারে দাঁতে প্লেক বা হলুদ আস্তরণ, মাড়িতে রোগ ও মুখের দুর্গন্ধ প্রতিরোধ হবে। বেশিরভাগ ডেন্টিস্ট দাঁত ব্রাশের পর এক ঘণ্টা অপেক্ষা করে মাউথওয়াশ করতে বলেন, ফলে টুথপেস্টের প্রোটেক্টিভ ফ্লুরাইড ধুয়ে যাবে না। মাউথওয়াশ কেনার আগে নিশ্চিত হতে হবে যে কি উদ্দেশ্যে ব্যবহার করবেন। এখানে উদ্দেশ্যের প্রকৃতির ওপর ভিত্তি করে কোন মাউথওয়াশ ব্যবহার করা উচিত তা সম্পর্কে বলা হলো।