নিজস্ব সংবাদদাতাঃ ঘুমের অভাবে বা অন্য কোনও কারণে চোখের কোল ফুলে যায়। কিংবা দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করলেও চোখ ক্লান্তিতে ফুলে যেতে পারে। সেই সময় টি ব্যাগ ঠাণ্ডা জলে (uses of tea bags)ভিজিয়ে নিন। ভেজা ঠাণ্ডা টি ব্যাগ চোখের উপর রেখে দিন। পাঁচ মিনিট রেখে সরিয়ে ফলুন (uses of tea bags) । ধীরে ধীরে চোখের ফোলা ভাব কমে যাবে।