নিজস্ব সংবাদদাতাঃ আগামী নভেম্বর মাসে নতুন মিশন লঞ্চ করতে চলেছে মার্কিন স্পেস এজেন্সি নাসা। তাদের লক্ষ্য হল একটি গ্রহাণুকে আঘাত করা। জানা গিয়েছে, এই গ্রহাণু পৃথিবীর জন্য ক্রমশ ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে। নাসার এই নতুন মিশনের নাম Double Asteroid Redirection Test (DART)। পৃথিবীর দিকে ধাবমান একটি গ্রহাণু যাতে পৃথিবীর সঙ্গে ধাক্কা খেয়ে বড়সড় ক্ষতি করতে না পারে, সেজন্য এই গ্রহাণুকে আঘাত করে ধ্বংস করার জন্যই নাসা নতুন DART মিশন চালু করতে চলেছে।