যৌনতা, অন্তরঙ্গতা নিয়ে ভারতীয় তরুণ প্রজন্মের মধ্যে দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে

author-image
Harmeet
New Update
যৌনতা, অন্তরঙ্গতা নিয়ে ভারতীয় তরুণ প্রজন্মের মধ্যে দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে


নিজস্ব সংবাদদাতাঃ
যৌনতা, অন্তরঙ্গতা নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। এক জনপ্রিয় ডেটিং অ্যাপের সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। এই করোনা অতিমারী অনেকটাই যেন আশির্বাদের মতো কাজ করেছে কিছু দম্পতির মধ্যে। যৌনতা, অন্তরঙ্গতা নিয়ে ধীরে ধীরে বদলেছে অনেক দৃষ্টিভঙ্গি। এই ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে ৩৪ শতাংশ ভারতীয় আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডার থেকেও যৌনতা নিয়ে খোলামেলা হয়েছে। প্রায় ৬৫ শতাংশ ভারতীয় মানুষ দাবি করেছে যে এই মহামারী যৌনতা এবং ঘনিষ্ঠতার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে। ৩৭ শতাংশ মানুষ দাবি করেছেন যে তাঁরা কিছুটা গন্ডি টপকে নিজেদের সঙ্গীর প্রতি আরও খোলামেলা হয়েছেন। এছাড়া ৩৩ শতাংশ বলেছেন ভারতে দ্বিতীয় ঢেউ আসায় যে পুনরায় লকডাউন করা হয় তখন তাঁরা নিজেদের সঙ্গীর সঙ্গে থাকতে শুরু করেন। এই ডেটিং অ্যাপটি ৪৭ শতাংশ মানুষের ওপর সমীক্ষা করে জানতে পেরেছে, অনেকেই যৌনতা নিয়ে তাদের যৌনসঙ্গীর সঙ্গে আত্মবিশ্বাসী হয়েছে। এছাড়া যৌনতায় তাদের কী কী প্রয়োজন সে নিয়েও আলোচনা করতে আগ্রহী হয়েছে। সমীক্ষা আরও বলছে, যৌনতা নিয়ে আরও নতুন নতুন ফ্যান্টাসি করতে শুরু করেছেন দম্পতিরা।