ভক্তদের প্রবেশের সময়সীমা বাড়াল মন্দির

author-image
Harmeet
New Update
ভক্তদের প্রবেশের সময়সীমা বাড়াল মন্দির

সুজিত গৌড়, হুগলী: তারকেশ্বর মন্দিরে ভক্তদের প্রবেশের সময়সীমা বাড়ালো মন্দির কর্তৃপক্ষ। সকাল ৬টা থেকে বেলা ১ এবং বিকাল ৬ থেকে রাত ৮ পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা। গতকাল পর্যন্ত এই সময় সীমা ছিল শুধুমাত্র সকাল ৭ টা থেকে ১২ অবধি। তবে মন্দিরের গর্ভগৃহে এখনো প্রবেশ করতে পারবেন না যাত্রীরা। বহাল থাকলো করোনা সংক্রান্ত পুরানো  সমস্ত বিধি নিষেধ। উল্লেখ‍্য করোনা সংক্রমন ক্রমশ কমতে থাকায় গত ৩রা জুন থেকে  মন্দিরের দরজা খোলা হয় ভক্তদের জন‍্য। নিয়ম  ছিল সকাল ৭ থেকে ১২ টা পর্যন্ত প্রবেশ করতে পারবেন ভক্তরা। সংক্রমনের হার ক্রমশ নিম্নমুখী হওয়ায় পুনরায় মন্দিরে প্রবেশের সমসসীমা বাড়ানো হয়েছে বলে জানা গেছে। তবে করোনা সম্পর্কিত সমস্ত বিধি নিষেধ মেনে চলতে হবে যাত্রীদের । মাস্ক পড়ে মন্দিরে ঢোকা বাধ‍্যতামূলক। গর্ভগৃহ বন্ধ তাই বাইরে চোঙাতেই জল, বেলপাতা  ঢালতে হবে ভক্তদের। ২টি গেট-ই খোলা থাকবে মন্দিরের। আর এক মাস পরে শ্রাবনী মেলা শুরু হবার কথা। লক্ষাধিক মানুষের সমাগম হয় বলে গতবছর মেলা বন্ধ রেখেছিল মন্দির কর্তৃপক্ষ। তবে এবছর মেলা করা যাবে কিনা তা অবশ‍্য এখনো মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে কিছু জানানো হয়নি।



আরও খবরঃ
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm