প্লে অফের দৌড়ে কলকাতা

author-image
Harmeet
New Update
প্লে অফের দৌড়ে কলকাতা

নিজস্ব সংবাদদাতাঃ সেমিফাইনাল বলুন বা কোয়ার্টার ফাইনাল। বাস্তব কথাটা হল আজ  কলকাতা নাইট রাইডার্সের কাছে নক আউট ম্যাচ। রাজস্থান রয়্যালসকে হারাতে পারলে আইপিএলে প্লে-অফ পর্বের দরজা খুলবে। হারলে আরব দেশ থেকে খালি হাতে ফেরার টিকিট কাটতে হবে। আরব দেশে ডু অর ডাই অবস্থাতেই খেলতে এসেছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথম পর্বে মর্গ্যানের দল ছিল সাত নম্বরে। কিন্তু আরব পর্বে ছবিটা বদলে গেছে। নিজেদের ম্যাচ জয়ের পাশাপাশি অন্য দলগুলির জয় হারের সমীকরণে ভর করে, শেষ ম্যাচ পর্যন্ত টিকে আছে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফে যাওয়ার রাস্তা। এখন অঙ্কটা খুব পরিষ্কার। অফ ফর্মে থাকা সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসকে হারাতে পারলেই প্লে-অফে পৌঁছে যাবে মর্গ্যানের দল। পয়েন্টের বিচারে মুম্বই ও কলকাতা একই জায়গায় দাঁড়িয়ে। রান রেটে এগিয়ে আছে কলকাতা। তাই শেষ ম্যাচ জিতলেই টিকিট পাকা। কারণ, রোহিতদের পক্ষে একটি ম্যাচে কলকাতার রান রেট টপকে যাওয়া সম্ভব নয়। রোহিতদের প্লে-অফে যেতে হলে হারতে হবে শাহরুখ খানের টিমকে।