অ্যাকনে দূর করতে পুদিনার ব্যবহার করুন, কেন? জেনে নিন

author-image
Harmeet
New Update
অ্যাকনে দূর করতে পুদিনার ব্যবহার করুন, কেন? জেনে নিন

​নিজস্ব সংবাদদাতাঃ নানা প্রসাধনী ব্যবহার করেও ব্রণর খপ্পর থেকে নিস্তার মিলছে না? তা হলে আজ থেকেই পুদিনা পাতা দিয়ে তৈরি ফেসপ্যাক মুখে লাগাতে শুরু করুন। পুদিনা পাতায় রয়েছে salicylic acid, যা ব্রণর প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। কীভাবে তৈরি করবেন এই ফেসপ্যাক? দশ-পনেরোটা পুদিনা পাতার সঙ্গে দু চামচ গোলাপ জল মিশিয়ে তৈরি পেস্ট, মুখে লাগিয়ে আধ ঘণ্টা অপেক্ষা করুন। সময় হলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন এভাবে ত্বকের যত্ন নেওয়া শুরু করলে ত্বকের ভিতরে pH balance ঠিক থাকবে। ফলে ব্রণর প্রকোপ কমতে সময় লাগবে না।