নিজস্ব সংবাদদাতাঃ দেবীপক্ষের প্রথম দিনটা একেবারেই খুব একটা ভাল খবর দিয়ে শুরু হচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর সূত্র থেকে জানা গিয়েছে, পুজোর মধ্যেই নিম্নচাপের জেরে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে খবরে কার্যত মুখ ভার হতে চলেছে আপামর বাঙালির। করোনা ভীতি কাটিয়ে পুজোর এই কটা দিন একটু আনন্দ করে কাটানোর পরিকল্পনা ছিল শহর তথা রাজ্যবাসীর। কিন্তু আলিপুর হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, পুজোর মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিতে সেই প্ল্যান মাটি হতে পারে। একটা স্বস্তির খবরও অবশ্য রয়েছে। সেটা হল-পুজোর মধ্যে বিরাট বড় দুর্যোগের কোনও আশঙ্কা নেই। কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।