হরি ঘোষ, দুর্গাপুর: বিদ্যালয়ের ফিস দিতে না পারায় গত আড়াই মাস ধরে অনলাইন ক্লাস থেকে বঞ্চিত দুর্গাপুর বিধান নগর এলাকার প্রায় ১০০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী। অনলাইন ক্লাসে যোগদান করানোর জন্য সোমবার দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন জানালেন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর অভিভাবকেরা। অভিভাবকদের অভিযোগ, দুর্গাপুর বিধাননগর এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৪০০ জনেরও বেশি। করোনার জন্য স্কুল বন্ধ থাকায় চলছে অনলাইনে পড়াশোনা। গত আড়াই মাস ধরে বিদ্যালয়ের বেতন না দিতে পারে প্রায় ১০০ জনেরও বেশি ছাত্রছাত্রীকে অনলাইন ক্লাস থেকে বার করে দেওয়া হয়েছে। অভিভাবকদের অভিযোগ আদালতের নির্দেশ অমান্য করে বিদ্যালয় কর্তৃপক্ষ নিজের মন মর্জি কাজ করছেন। লকডাউন চলার ফলে সকলেই কর্মহীন হয়ে পড়েছেন ফলে এই মুহূর্তে তাদের পক্ষে বেতন মেটানো সম্ভব নয়। তাই বিদ্যালয়ের আড়াই মাসের বেতন মকুব করে তাদের ছেলেমেয়েদের যাতে পুনরায় অনলাইন ক্লাসে যোগদান করানো যায় সেই বিষয়ে মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন করলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা।
আরও খবরঃ
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm