বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি বাতিল

author-image
Harmeet
New Update
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি বাতিল

রাহুল পাসোয়ান,আসানসোলঃ সামনের আটতারিখ বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর গত কয়েকদিন আগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সামগ্রী প্রদানের জন্য এক কর্মসূচি ছিল আসানসোলের কুলটির ডিসেরগর সাস্থকেন্দ্রর সামনে। আর এই কর্মসূচিই বাতিল বলে ঘোষণা করা হল আজ। একথা জানিয়ে দিয়েছেন প্রাক্তন কাউন্সিলার তথা বর্তমান বিজেপি নেতা অভিজিৎ আচার্য। এদিন বিজেপি নেতা অভিজিৎ আচার্য বলেন, গত কয়েকদিন আগে প্রাকৃতিক দুর্যোগে আসানসোলের বেশ কয়েকটি এলাকায় মানুষদের ক্ষতি হয়েছে, বাড়িঘর ভেঙেছে সেই সব গরিব দুস্থ মানুষদের আগামী আটতারিখ শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বস্ত্র ও ত্রিপল এছাড়া কিছু পণ্যদ্ৰব্য প্রদান করা হতো। কিন্তু শুভেন্দু অধিকারীর এই কর্মসূচি সম্পন্ন না করার পিছনে পুলিশ ও তৃনমূল নেতারা মিলে এই অনুষ্ঠান কর্মসূচিটি বাতিল করলেন। তিনি আরও বলেন যে, আমরা পার্মিসন নিয়ে এই অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করেছিলাম কিন্তু তারা করতে দিলোনা কারণ তারা বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কে ভয় পেয়ে কর্মসূচি টি বন্ধ করালেন। এদিকে দুয়ারে সরকারের নামে ভেলকি চলছে আর অন্যদিকে দুস্থ গরিব মানুষদের মাথার উপর ছাদ নেই, খাবার নেই, গাছতোলাই আশ্রয় নিতে হচ্ছে। এই অসহায় মানুষদের পাশে না দাঁড়াতে দেয়ার জন্য তৃনমূল ও পুলিশ প্ৰশাসন কে ধিক্কার জানায়। শুভেন্দু অধিকারীর সাথে কথা হয়েছে তিনি জানিয়েছে যে, পুজোর পর তার এই কর্মসূচি হবে। তিনি জমির কথা তুলতে গিয়ে বলেন, অনুষ্ঠান কর্মসূচির জমিটি ইসিএলএর তাই আবেদন আমরা ইসিএলের কাছে নেবো পৌরনিগমের কাছে কেন নেবো। অন্যদিকে আসানসোল নিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জী বলেন, বিজেপির কাজ সমাজকে ডিস্টার্ব করে। তাদের এই কর্মসূচির ব্যাপারে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল। তারপর প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে।