দিগবিজয় মাহালি,পশ্চিম মেদিনীপুরঃ পুজো বাকি আর মাত্র কয়েকটা দিন। তারপরই পুজোর ঢাকে কাঠি পড়তে চলেছে।সপরিবারে মর্ত্যে আসতে চলেছেন দেবী দূর্গা। যথারীতি পুরোদমে চলছে কেনাকাটা। এমনাবস্থায় পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের মকরামপুর এক নম্বর অঞ্চলের ভাঙ্গাবাঁদি গ্রামের পিছিয়ে পড়া দুইশতাধিক মহিলা , শিশুর,ও পুরুষ দের হাতে নতুন পোশাক তুলে দিল মাতৃ ফাউন্ডেশন।বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো ৷ ধনী-দরিদ্রে ভেদাভেদ করেন না মা দূর্গা। তবু দেখা যায়, একটা শ্রেণীর মানুষ এখনও জাঁকজমক থেকে বঞ্চিত। সাধ থাকলেও নতুন জামাকাপড় পরার সাধ্য নেই তাঁদের। সেই সমস্ত মানুষদেরই পাশে এসে দাঁড়াল মাতৃ ফাউন্ডেশন। গত বছরের মতোই এবছরও মহালয়ার দিনই একটি অনুষ্ঠানের মাধ্যমে ভাঙ্গাবাঁদি গ্রামের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ২০০ জনের বেশি মহিলা-শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দিল তারা। গোটা অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন মাতৃ ফাউন্ডেশনের বরুন দাস। মহিলা ও শিশুদের হাতে পোশাক তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন মাতৃ ফাউন্ডেশনের সভাপতি শ্রিবাস জানা,মানস মণ্ডল, অনিমেষ পুষ্টি সহ আরও অনেকে।।