নিজস্ব সংবাদদাতাঃ বাঙালির কাছে মহালয়া মানেই বীরেন্দ্রকৃষ্ণের কণ্ঠে চণ্ডীপাঠ। বীরেন্দ্রকৃষ্ণের চণ্ডীপাঠ ছাড়া মহালয়া অসম্পূর্ণ। এমন কি মহানায়ক উত্তম কুমারকেও হার মানিয়ে ছিলেন তিনি। ১৯৭৬ সালে বীরেন্দ্রকৃষ্ণের বদলে চণ্ডীপাঠ করেছিলেন মহানায়ক উত্তম কুমার। মহানায়কের কণ্ঠে চণ্ডীপাঠ পছন্দ হয়নি আপামর বাঙালির।