হরি ঘোষ, দুর্গাপুরঃ রাজ্যের বিভিন্ন হাসপাতালে যেখানে স্বাস্থ্য সাথী কার্ড এর পরিষেবা নিয়ে নানান অভিযোগ উঠছে, সেখানে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতাল মুখ্যমন্ত্রীর নির্দেশকে সম্মান জানিয়ে স্বাস্থ্য সাথী কার্ড এর চিকিৎসা পরিষেবা দিতে বদ্ধপরিকর। দুর্গাপুরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে বারবারই অভিযোগ ওঠে স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে অন্য বার্তা দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের। মুখ্যমন্ত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে স্বাস্থ্য সাথী কার্ড-এর মাধ্যমে সমস্ত রকম চিকিৎসা পরিষেবা দিতে এগিয়ে এল দুর্গাপুর নেশন হাসপাতাল। মাত্র এক বছর পথ চলা এই হাসপাতালের। তাই বর্ষপূর্তিতে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর তারা। দুর্গাপুরের কুড়ি নম্বর ওয়ার্ডের শ্রীপল্লি এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এর আয়োজন করলো তারা।
কাঁকসার বামুনাড়া এলাকার দ্য নেশন হাসপাতালের উদ্যোগে দুর্গাপুরের ২০ নম্বর ওয়ার্ডে এলাকার অসহায় মানুষদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় আজ। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এ কয়েকশো মানুষ এদিন স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, দ্য নেশন হাসপাতালে তারা আবেদন করেছিলেন এলাকার যে সমস্ত অসহায় মানুষ রয়েছেন তাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এর মাধ্যমে চিকিৎসা করানোর। হাসপাতাল কর্তৃপক্ষ আবেদনে সাড়া দিয়ে দুর্গাপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির-এর ব্যবস্থা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানোর পাশাপাশি যে সমস্ত মানুষের স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে আগামী দিনে তাদের বড় ধরনের কোনো চিকিৎসা বা অপারেশন হলে তারা স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে দ্য নেশন হাসপাতলে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবেন।
আরও খবরঃ
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm