ATK-এর থেকে দলকে আলাদা করতে চায় বাগানি সমর্থকরা

author-image
Harmeet
New Update
ATK-এর থেকে দলকে আলাদা করতে চায় বাগানি সমর্থকরা



নিজস্ব সংবাদদাতাঃ ফুটবলের ইতিহাসে মোহনবাগান এক ঐতিহাসিক দল। এবার দলের চিন্তাতেই ক্ষোভ প্রকাশ করলেন এক মোহনবাগান সমর্থক। তিনি স্পষ্টভাবে জানান যে, "দেশের সব টুর্নামেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, AIFF ঠুঁটো জগন্নাথ হয়ে বসে আছে। I-League করতে হয় বলে করছে।কারোর কোনো হেলদোল নেই। FSDL এই ক্লাবকে নিজের হাটের মুঠোয় করে নিয়েছে। মোহনবাগানের থেকে ATK-কে আলাদা হতেই হবে।"