ডিজেলের দাম বাড়ায় বন্ধ পরিবহণ নিগমের পুজো পরিক্রমা

author-image
Harmeet
New Update
ডিজেলের দাম বাড়ায় বন্ধ পরিবহণ নিগমের পুজো পরিক্রমা

নিজস্ব সংবাদদাতাঃ  ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে  এ বছর দুর্গা প্রতিমা দর্শনের জন্য আয়োজিত পুজো পরিক্রমা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। সঙ্গে বন্ধ করে দেওয়া হচ্ছে দশমীর দিন লঞ্চে গঙ্গাবক্ষে বিসর্জন দেখানোর আয়োজনও। গত বছর করোনা সংক্রমণের সময়েও পুজোর সময় পরিবহণ নিগম বাসে, ট্রামে কলকাতায় ঠাকুর দেখার আয়োজন করেছিল। কিন্তু সেই উদ্যোগে সে ভাবে সাড়া দেননি কলকাতাবাসী। যাত্রীসংখ্যা তেমন বেশি না হওয়ায় বিস্তর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল পরিবহণ নিগম। দফতরের এক আধিকারিক জানাচ্ছেন, ওই সময় মাত্র ২৫ শতাংশ যাত্রী নিয়ে ঠাকুর দেখার উদ্যোগ নেওয়া হয়েছিল। ফলে ব্যবসায়ীক উদ্যোগের জন্য খরচটুকুও তোলা সম্ভব হয়নি। তাই এ বার অনেক ভাবনা চিন্তা করেই পরিবহণ নিগম ঠাকুর দেখানোর যাবতীয় উদ্যোগ বন্ধ করে দিচ্ছে।