ভারতীয় বংশোদ্ভূত, পুড়ে যাওয়া মুখ নিয়েই 'মিস ওয়ার্ল্ড আমেরিকা' খেতাব

author-image
Harmeet
New Update
ভারতীয় বংশোদ্ভূত, পুড়ে যাওয়া মুখ নিয়েই 'মিস ওয়ার্ল্ড আমেরিকা' খেতাব


নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক হিসেবে কেউ প্রথম এই 'মিস ওয়ার্ল্ড আমেরিকা' খেতাব জয় করলেন। একরকম শূন্য থেকেই শুরু করেছিলেন। অপরিসীম অধ্যবসায় জেদ ও সঙ্কল্পের জেরেই এই শূন্যতা থেকে ক্রমশ উপরে উঠেছেন তিনি। তিনি শ্রী সাইনি। এ বছরের 'মিস ওয়ার্ল্ড আমেরিকা'। ছোটবেলায় শ্রী সাইনি একটি পথদুর্ঘটনার কবলে পড়েছিলেন। এর জেরে ১২ বছর বয়স থেকেই পাকাপাকি ভাবে পেসমেকার বসে তাঁর হৃদযন্ত্রে। শুধু তাই নয়, সেই দুর্ঘটনায় সমস্ত মুখ পুড়ে গিয়েছিল তাঁর। সেখান থেকে একটু একটু করে নিজেকে গড়ে তুলেছেন তিনি।