নিজস্ব সংবাদদাতাঃ সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে, অনেক কিছুই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। প্রযুক্তির কাছে মাথা নত করতে হচ্ছে প্রতিবার। আগে মহালয়া মানেই, ভোর বেলা উঠে পরিবারের সকলের সঙ্গে বসে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চন্ডী পাঠ শোনা। আজও হয়তো ভোর বেলা উঠা হয় কিন্তু সামনে রেডিও থাকে না। বাংলা টেলিভিশন চ্যানেলগুলির মধ্যে এখন চলে কেবল প্রতিযোগিতা। কাদের মহালয়া বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে গেল, সেটাই প্রধান লক্ষ্য। আর এই প্রতিযোগিতার মাঝে হারিয়ে যাচ্ছে মহালয়ার আসল স্বাদ। তাই বলতেই হচ্ছে 'আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর', আজ অনেকটাই ফিকে।