এখন থেকে লাগবে না গাড়ির পারমিট

author-image
Harmeet
New Update
এখন থেকে লাগবে না গাড়ির পারমিট


নিজস্ব সংবাদদাতাঃ পেট্রল, ডিজ়েলের দাম ক্রমেই ঊর্ধ্বমুখী। নিকট ভবিষ্যতে দাম কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। আর তার পাশাপাশি পেট্রোপণ্য চালিত গাড়িতে পরিবেশ দূষণের হারও অনেক বেশি। এই পরিস্থিতিতে দূষণ নিয়ন্ত্রণে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পরিবেশ বান্ধব গাড়ির ক্ষেত্রে অতিরিক্ত ছাড় দেবে রাজ্য। এখন থেকে ব্যাটারি, ইথানল এবং মিথানল চালিত গাড়ি, চালানোর জন্য কোনও পারমিট লাগবে না। যাত্রী বা পণ্যবাহী, সব ক্ষেত্রেই এই সুবিধা দেওয়া হবে গাড়ির মালিকদের।