নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের যে এলাকায় মন্ত্রীর পুত্রের গাড়ি কৃষকদের পিষে মেরেছে, সেই লখিমপুর খেরিতে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পাঁচ সাংসদ। তৃণমূল সাংসদরা দুটি দলে ভাগ হয়ে পৌঁছেছেন। একটি দলে রয়েছেন সুস্মিতা দেব এবং কাকলি ঘোষ দস্তিদার। অন্য একটি দলে রয়েছেন দোলা সেন, প্রতিমা মন্ডল এবং আবীররঞ্জন বিশ্বাস। সোমবার সকাল ছ'টায় কলকাতা থেকে বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা হন তৃণমূল সাংসদরা। আটটা নাগাদ দিল্লি বিমানবন্দরে পৌঁছান তাঁরা। এরপর সড়কপথে লাখিমপুরের উদ্দেশে রওনা হন তাঁরা।যদিও দীর্ঘ সময় পর সোমবার রাতেই লখিমপুর খেরিতে পৌঁছয় প্রতিনিধি দল। সোমবার রাত লখিমপুরে কাটিয়ে আজ, মঙ্গলবার সকালে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূল সাংসদরা। সকাল সাড়ে সাতটা নাগাদ ভগবন্তপুর গ্রামে মৃত কৃষক লভপ্রীত সিংয়ের(১৯) বাড়িতে পৌছায় তাঁরা।