টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারে ইংল্যান্ড বলছেন বাটলার

author-image
Harmeet
New Update
টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারে ইংল্যান্ড বলছেন বাটলার

নিজস্ব সংবাদদাতাঃ আইপিএলের দ্বিতীয় পর্বে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তার সঙ্গে বেন স্টোকস এবং আর্চার না থাকার কারণে ভুগতে হয়েছে রাজস্থান রয়েলসকে। নিজেকে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং অ্যাশেজ সিরিজের জন্য তৈরি রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন জস বাটলার।সপ্তাহ দুয়েকের মধ্যে শুরু হচ্ছে কুড়ি ওভারের ক্রিকেটের বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ফেবারিট মানছেন দলটির উইকেটরক্ষক ব্যাটার জস বাটলার।তার মতে, বিশ্বকাপ জেতার মতো যথেষ্ঠ শক্তিশালী দলই সাজিয়েছে ইংল্যান্ড। চোটের কারণে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে নেই ডানহাতি পেসার জোফরা আর্চার ও পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকস। ২০১৯ সালের ঘরের মাঠে বিশ্বকাপ জেতার পথে এ দুজনের ছিল বড় অবদান। কিন্তু কুড়ি ওভারের বিশ্বকাপে তাদেরকে পাচ্ছে না ইংল্যান্ড। তবে আর্চার-স্টোকসকে না পেলেও দলের বাকিদের সামর্থ্যে পূর্ণ আস্থা রয়েছে বাটলারের।