নিজস্ব সংবাদদাতাঃ মাত্র ২২ বছর বয়স। এর মধ্যেই বিশ্বকাপ জিতে ফেলেছেন ফ্রান্সের জার্সি গায়ে। ফরাসি লিগে চ্যাম্পিয়ন হয়েছেন। শেষ ইউরো কাপের অবশ্য পেনাল্টি মিস করে ফ্রান্সের বিদায়ের পেছনে ছিলেন তিনি। বিশ্ব মেনে নিয়েছে কিলিয়ান এমবাপে আগামীদিনের মহাতারকা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি এবং নেইমার পরবর্তী যুগে বিশ্ব ফুটবলকে শাসন করার ক্ষমতা আছে ফ্রান্সের এমবাপের। তীব্র গতি, অসাধারণ বল কন্ট্রোল এবং পাস বাড়ানোর দক্ষতা তাঁর ট্রেডমার্ক।
মেসি-নেইমার-এমবাপেকে আর মাত্র কয়েক মাস একই দলের হয়ে খেলতে দেখা যাবে। বেশ কয়েক মাস ধরেই জানা যাচ্ছিল পিএসজিতে থাকতে চান না এমবাপে। এমনকী রিয়াল মাদ্রিদ এমবাপেকে নিতে যে আগ্রহ প্রকাশ করে। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি পিএসজি। ট্রান্সফার উইন্ডো বন্ধের আগে নতুন ক্লাবে সই করার বিষয়টি চূড়ান্ত হয়নি। এতদিন এ প্রসঙ্গে মুখ খোলেননি তারকা স্ট্রাইকার। এবার তিনি জানিয়ে দিলেন, জুলাই মাসেই তিনি পিএসজি কর্তাদের বলেছেন আর এই ক্লাবে থাকতে চান না।