নিজস্ব সংবাদদাতাঃ ভারতে আসতে চলেছে অ্যাপেলের ওয়াচ সিরিজ ৭। ফ্লিপকার্টের সাইট থেকে জানা গিয়েছে যে, ভারতে অ্যাপেল স্মার্ট ওয়াচ ৭- এর জিপিএস ভ্যারিয়েন্টের ৪১ মিলিমিটার সাইজের ঘড়ির দাম হতে পারে ৪১,৯০০ টাকা। ৪৫ মিলিমিটার ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৪৪,৯০০ টাকা। এছাড়াও অ্যাপেল ওয়াচ সিরিজ ৭- এর জিপিএস এবং সেলুলার ভার্সানের ৪১ মিলিমিটার সাইজের ঘড়ির দাম হতে পারে ৫০,৯০০ টাকা।