এবারে পুজোয় বাজি হবে তো!

author-image
Harmeet
New Update
এবারে পুজোয় বাজি হবে তো!

নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুজোয় কী প্ল্যান করছেন আপনারা? জানতে চাইলেন অভিনেতা জিৎ। টলি-পাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা জিৎ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন তিনি। অন্যদিকে পোষ্টের ক্যাপশনে তিনি লিখেছেন, 'এবারের পুজোর কী প্ল্যান??? বাজি হবে তো..'। আগামী ১০ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাচ্ছে জিৎ-এর সিনেমা 'বাজি'। সকলকে এই ছবি দেখতে যাওয়ার জন্য অনুরধ করলেন অভিনেতা।