হাজারা উপজাতির উপর ক্ষোভ উগরে দিল তালিবান

author-image
Harmeet
New Update
হাজারা উপজাতির উপর ক্ষোভ উগরে দিল তালিবান

​নিজস্ব সংবাদদাতাঃ ২০ বছর পর ফের ক্ষমতায় ফিরেছে তালিবান। এসেই নিজেদের ক্ষমতা জাহির করতে শুরু করেছে তারা। এবার নিজেদের ক্ষোভ উগরে দিল হাজারা উপজাতির উপর। সুত্রের খবর,  হাজারাদের ১৩ জন সদস্যকে হত্যা করেছে তালিবানরা। যার মধ্যে ছিলেন এক ১৭ বছর বয়সী নাবালিকাও।