বিশালাকার ধুমকেতু ধেয়ে আসছে সৌরমণ্ডল এর দিকে

author-image
Harmeet
New Update
বিশালাকার ধুমকেতু ধেয়ে আসছে সৌরমণ্ডল এর দিকে

​নিজস্ব সংবাদদাতাঃ দৈত্যাকার একটি ধূমকেতু ধেয়ে আসছে সৌরজগতের দিকে। বিজ্ঞানীরা বলছেন, এ যাবৎ এত বড় ধূমকেতু দেখা যায়নি। এই ধূমকেতুর নাম Bernardinelli-Bernstein (BB)। সাম্প্রতিক গবেষণায় জানা গিয়েছে যে, এই ধূমকেতু লম্বায় ৬২ মাইল। অর্থাৎ প্রায় ১০০ কিলোমিটার। সাধারণ ধূমকেতুর থেকে এই ধূমকেতু আকার-আয়তনে প্রায় ১০০০ গুণ। এর আগে জুন মাসে যখন এই ধূমকেতু আবিষ্কার হয়েছিল, তখন তাকে বামনগ্রহ বলে ধরে নিয়েছেন বিজ্ঞানীরা। এত সুবিশাল আয়তন হওয়ায় এই ধূমকেতুকে বামন গ্রহ বলে ভেবেছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। পরে একে ধূমকেতু বলে চিহ্নিত করেন বিজ্ঞানীরা। জানা গিয়েছে, এই ধূমকেতুর নামকরণ করা হয়েছে বিজ্ঞানী Pedro Bernardinelli এবং Gary Bernstein- এর নাম অনুসারে।