উত্তর ভিজলেও তাপমাত্রা বাড়বে দক্ষিণে

author-image
Harmeet
New Update
উত্তর ভিজলেও তাপমাত্রা বাড়বে দক্ষিণে

​নিজস্ব সংবাদদাতাঃ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ফলে চড়বে তাপমাত্রা। সোমবার এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিহার এবং সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গের উপরে যে নিম্নচাপ ছিল, সেটা এখন অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। এর ফলে উত্তরবঙ্গের বৃষ্টি অনেকটাই কমে যাবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামী ২৪ ঘন্টায় শুধুমাত্র কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় বেশি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। ভারী কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে। দু-একটা জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও বিক্ষিপ্তভাবে হবে। তবে তার সম্ভাবনা খুব কম। বৃষ্টি কমে যাওয়ার ফলে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। সেইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে।