মানালি দত্ত, মুর্শিদাবাদঃ আজ বহরমপুর কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ভোট গণনা শেষে ফলাফলে মুর্শিদাবাদে 'শূন্য' কংগ্রেস এই প্রসঙ্গে তিনি জানালেন বিধানসভা নির্বাচনে সামশেরগঞ্জ প্রার্থী দিতে চেয়েছিল কংগ্রেস কিন্তু জোট থাকাকালীন হয়নি তার বক্তব্য এখনো চারটি বিধানসভা কেন্দ্রে ভোট হবে জোটে আমরা আছি এই বিষয় নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করা হবে। ভবানীপুর প্রসঙ্গে তিনি বলেন মমতা ব্যানার্জি তিনবারের মুখ্যমন্ত্রী তিনি ভবানীপুর মানুষের কাছে ভোট দেয়ার আবেদন জানিয়েছিলেন কিন্তু মোট ৫৩ শতাংশ ভোট পড়েছে ৪৭ শতাংশ মানুষ ভোট দেয়নি তার মানে এখানে প্রমাণিত হয় মমতা ব্যানার্জির প্রতি ভবানীপুরের মানুষের যে আবেগ ভালোবাসা সেটা কিন্তু কমে গেছে। অথচ মুর্শিদাবাদের জঙ্গিপুরে তৃণমূলের প্রার্থী জাকির হোসেন বিপুল ভোটে জয়লাভ করেছে এটা বলা যেতেই পারে মমতা ব্যানার্জির থেকে জাকির হোসেনের মার্জিন অনেকটাই বেশি এটাও বলা যায় জঙ্গিপুর বিধানসভা কংগ্রেস কর্মীরাও জাকির হোসেন কে ভোট দিয়েছে কারণ তার শারীরিক অসুস্থতা এবং সে ওখানকার খুব ভালো একজন ছেলে সেই দিকটি লক্ষ্য রেখেই মানুষ হয়তো তাকে প্রায় এক লাখ এর কাছাকাছি ভোটে জয়লাভ করেছে। মমতা ব্যানার্জিকে শুধু সম্বর্ধনা দিলে হবে না মুর্শিদাবাদের ছেলে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে সম্বর্ধনা দেওয়া উচিত। তাই মুর্শিদাবাদের মানুষ হিসাবে জাকির হোসেনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া দরকার বলেই তিনি মনে করেন।