নিজস্ব সংবাদদাতাঃ এবার চিকিৎসায় নোবেল পেলেন দুই মার্কিন বিজ্ঞানী। দুই মার্কিন বিজ্ঞানীর নাম হল ডেভিড জুলিয়াস এবং আর্ডেম পাটাপউশিয়ান। নোবেল সম্মান কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে, 'এই বছরের নোবেল পুরস্কার জয়ীরা টিআরপিভি-১, টিআরপিএম-৮ এবং পিজ়ো চ্যানেলের যুগান্তকারী আবিষ্কার করে আমাদের বুঝতে সাহায্য করেছেন যে কীভাবে তাপ, ঠান্ডা এবং যান্ত্রিক শক্তি স্নায়ু আবেগের সূচনা করতে পারে। এটি আমাদের চারপাশের পরিবেশকে উপলব্ধি করতে এবং মানিয়ে নিতে সাহায্য করে।'