রাহুল পাশোয়ান, আসানসোলঃ বিসিসিএল এর দামাগরিয়া খনি সম্প্রসারণ এর জন্য কয়েক বছর আগে আশেপাশের জমি অধিগ্রহণ করেছে বিসিসিএল, জমির বিনিময়ে চাকরি দেওয়ার কথা হয়েছিল কৃষকদের সাথে। সেই মতো জমি অধিগ্রহণ করে খনি সম্প্রসারণের কাজ শুরু করে বিসিসিএল কর্তৃপক্ষ, পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া শুরু হয় জমিহারাদের। নিয়োগ প্রক্রিয়ার সব কিছু হয়ে গেলেও প্রায় 5 বছর ধরে মিলছে না নিয়োগপত্র। তারই দাবিতে 11 জন কৃষক চার দিন ধরে খনির কাজ বন্ধ করিয়ে বিক্ষোভ শুরু করে তাদের দাবি অবিলম্বে তাদের নিয়োগপত্র দিতে হবে, তা যদি না হয় তাহলে আত্মহত্যা করার হুমকি দেয় আন্দোলনকারীরা। আর এই বিক্ষোভ কে সমর্থন করেছে তৃনমুল। তৃনমুলের সাধারণ সম্পাদক বিমান দত্ত বলেন কাজ বন্ধের পক্ষে আমরা নয় বাধ্য হয়ে কাজ বন্ধ করতে হয়েছে। ম্যানেজমেন্ট কে অনেক বার বলা হয়েছে কিন্তু ম্যানেজমেন্ট শুনছে না বার বার শুধু মিথ্যা আশ্বাস দিচ্ছে। তাই আমাদের দাবি পুজোর আগে সকলকে নিয়োগপত্র দিতে হবে। এই বিষয়ে দামাগরিয়া খনির ম্যানেজার এর দাবি নিয়োগ প্রক্রিয়া আমাদের হাতে নেই এই বিষয় হেড কোয়ার্টার এর তত্ত্বাবধানে। পাশাপাশি বিক্ষোভ কারীদের সাথে কথা বলা হচ্ছে যাতে খনি কাজ চালু করা যায়।