বন্যা পরিস্থিতি ও জলমগ্ন এলাকা পরিদর্শনে সাংসদ দীপক অধিকারী

author-image
Harmeet
New Update
বন্যা পরিস্থিতি ও জলমগ্ন এলাকা পরিদর্শনে সাংসদ দীপক অধিকারী

দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ বিপদ সীমার নীচে নামলো ডেবরার কাঁসাইয়ের জল। তবে এখনও দুশ্চিন্তায় রয়েছে বহু মানুষ। ঘর বাড়ী ডুবেছে প্রথম বন্যাতেই। কিন্তু সেই ভাবে সাহায্য পাইনি বেশ কয়েকটি পরিবার। আপাতত যাইহোক করে হাফ পেট খেয়েই স্থানীয় প্রাইমারি স্কুলে দিন কাটাচ্ছে পরিবারগুলি। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলের টাবাগেড়্যা এলাকার ছবি। ১৫-২০ দিন আগেই ঘর ছেড়েছে প্রথম বন্যার সময়। তার পর থেকে আর বাড়ি ফেরেনি। স্থানীয় প্রাইমারি স্কুলেই দিন কাটছে তাদের।অঞ্চল থেকে দুদিনের চাল ডাল আর থানা থেকে একদিন ত্রান। আর তারপর টানা ১৬ দিন এই ভাবেই চলছে। ঠিক মতো খাওয়ার ও ত্রান না পেয়ে দুশিন্তায় রয়েছে ওই পরিবারগুলির সদস্যরা। অপরদিকে আজই ডেবরা,সবং,পিংলা এলাকায় বন্যা পরিস্থিতি ও জলমগ্ন এলাকা পরিদর্শন আসবেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী। সুত্রের খবর টাবাগেড়্যা এলাকাতেও যাবেন তিনি। আশায় রয়েছে পরিবারের সদস্যরা।