'মায়ের হাতে সুরক্ষিত বিশ্ব', গ্রামীন পুজোয় নতুন চমক

author-image
Harmeet
New Update
'মায়ের হাতে সুরক্ষিত বিশ্ব', গ্রামীন পুজোয় নতুন চমক


দেবাশিস বিশ্বাস,গোসাইরহাটঃ প্রতিবছর গোসাইরহাট সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোয় কিছু-না-কিছু নতুন চমক থাকে। মণ্ডপসজ্জা থেকে শুরু করে আলোকসজ্জা কিংবা সার্বিক সুরক্ষা সবেতেই থাকে নতুন চমক। বিগত বছরে করোনা আবহের কারণে পুজো কিছুটা শিথিল হলেও এবার কিন্তু ঝাঁ-চকচকে। কর্মকর্তা জানাচ্ছেন, চলতি বছরে তাঁদের বাজেট সাত লক্ষ টাকার কাছাকাছি। শুধু পূজা মন্ডপ সাজ্জার কারনে নয়, সচেতনতা এবং সামাজিক দায়িত্ববোধের জায়গায় দাঁড়িয়ে চলতি বছর তাঁদের এই খরচ হতে চলেছে। পুজোর সময় গোটা গ্রামের মানুষ এক জায়গায় খাওয়া-দাওয়া করেন। এবছর দিনমজুর এবং পরিযায়ী শ্রমিক পরিবারদের হাতে তাঁরা তুলে দেবে নতুন বস্ত্র। কর্মকর্তাদের মধ্যে দীপ পাল ও পুজো কমিটির সম্পাদক সৌভিক সাহা জানাচ্ছেন, এই বছর তাঁদের পুজোর থিম,"মায়ের হাতে সুরক্ষিত বিশ্ব"। এই বছর গোটা বিশ্বকে সুরক্ষিত এবং শান্তি প্রদানের উদ্দেশ্যে তাঁদের মাতৃ আরাধনা।