নিজস্ব সংবাদদাতাঃ ভারতে লঞ্চ হয়েছে রেডমি নোট ১০ লাইট স্মার্টফোন। গত বছর লঞ্চ হয়েছিল রেডমি নোট ৯ ফোন। রেডমি নোট ১০ লাইট ফোনে রয়েছে একটি Qualcomm Snapdragon ৭২০G প্রসেসর। এই ফোনে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। ফোনের পিছনের অংশের ক্যামেরা সেটিংসে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা সেনসর। এই ফোনের ব্যাটারি ৫০২০mAh। তার সঙ্গে রয়েছে ১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোনের দাম ১৩,৯৯৯ টাকা। অন্যদিকে, ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এছাড়াও টপ ভ্যারিয়েন্ট অর্থাৎ ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৬,৯৯৯ টাকা।