নিজস্ব সংবাদদাতাঃ কেরলে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বৃষ্টি। আগামিকাল, মঙ্গলবার অবধি বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার থেকেই হলুদ সতর্কতা জারি করা হয় কোট্টায়াম, ইদুক্কি, মালাপ্পুরম, কোঝিকোড় সহ একাধিক জেলায়। এদিকে, ভারী বৃষ্টির জেরে উত্তর কেরলের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোজ়িকোড়-ওয়েনাডে শনিবার থেকেই একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। কাসারগড়েও ধস নেমেছে বলে জানা গিয়েছে।